দেবহাটায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক

এফএনএস (আর.কে.বাপ্পা; দেবহাটা, সাতক্ষীরা) : : | প্রকাশ: ২৫ মার্চ, ২০২৫, ০২:০২ পিএম
দেবহাটায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক

দেবহাটা থানায় ০৫ (পাঁচ) বছরের সাজাপ্রাপ্ত ১জন আসামী গ্রেফতার হয়েছে। সোমবার রাতে অভিযান চালিয়ে পুলিশ ঐ আসামীকে আটক করে। দেবহাটা থানার ওসি হযরত আলী জানান, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ ইমরান হোসেন, বিপিএম, পিপিএমের সার্বিক সহযোগীতায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ  হযরত আলীর নেতৃত্বে এসআই (নিঃ) লেলিন বিশ্বাস, এসআই (নিঃ) সুজন কুমার তালুকদার, এএসআই(নিঃ) লিয়াকত আলী সংগীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইং-২৩/০৩/২০২৫ তারিখ রাতে দেবহাটা থানার কুলিয়া ইউপি এলাকা থেকে সাজা প্রাপ্ত মহাঃ দায়রা-১৩৮/২৩, জি আর-৭৭/২২, হরিনটানা থানার মামলা-০১, তারিখ-৪/১১/২২ এর আসামী উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামের জামাল গাজীর ছেলে আব্দুল মান্নান @ আব্দুল মান্নান গাজীকে গ্রেফতার করেন। উক্ত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে