বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাগেরহাটের মোল্লাহাটে বিএনপির কেন্দ্রীয় নেতা এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপুর উদ্যোগে দলীয় নেতাকর্মী, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা বিএনপির কার্যালয়ে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মাঝে এসব ঈদ বস্ত্র বিতরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার বিকালে উপজেলার কদমতলা গ্রামে এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপুর বাড়িতে বিভিন্ন এলাকার সহস্রাধিক পরিবারের মধ্যে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু বলেন, "ঈদ সবার জন্য আনন্দের, কিন্তু অনেক মানুষ আছেন যারা অর্থাভাবে নতুন পোশাক কিনতে পারেন না। তাই তাদের মুখে হাসি ফোটানোর জন্যই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও আমরা এমন কার্যক্রম চালিয়ে যাব।" আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করবেন। এছাড়া আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন, যেন আপনাদের পাশে থেকে দেশের স্বার্থে কাজ করতে পারি।
উল্লেখ্য, এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু দীর্ঘদিন ধরে বাগেরহাট -১ আসন (মোল্লাহাট-ফকিরহাক-চিতলমারী) এলাকায় সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে আসছেন। তাঁর এই ঈদ বস্ত্র বিতরণ কার্যক্রম দরিদ্র জনগোষ্ঠীর মাঝে আনন্দ ছড়িয়ে দিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার জামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শেখ সাহেদ আলী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ইকরামুল হক সাবু, যুবদল নেতা শরিফুজ্জামান শিমুল, আটজুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ দুলাল মিয়া, বিএনপি নেতা এনায়েত সরকার, লিয়াকত ফকির, চান মিয়া মোল্লা, মনু চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন শেখ ফুরকান, বিএনপি নেতা নেয়ামত আলী, ছাত্র নেতা মেহেদী হাসান মিয়া ও মেহরাব হোসেন রাকেশ সহ অনেকে।