ধর্ষিতার বাবা হত্যা কান্ডের ঘটনায় পরিবারের পাশে জামায়াতে আমির

এফএনএস (মোঃ হাফিজুর রহমান; বরগুনা) : : | প্রকাশ: ১৭ মার্চ, ২০২৫, ০৫:২৮ পিএম : | আপডেট: ১৭ মার্চ, ২০২৫, ০৭:৪৯ পিএম
ধর্ষিতার বাবা হত্যা কান্ডের ঘটনায় পরিবারের পাশে জামায়াতে আমির

মেয়েকে ধর্ষণ করার প্রতিবাদে বিচার দাবি  করে আদালতে মামলা দায়ের করায় হত্যার করা  হয়েছে মন্টু চন্দ্র দাসকে। অভিভাবক শূন্য পরিবারটির খোঁজ খবর নিতে ঢাকা থেকে আকাশ পথে বরগুনায় এসে বাড়ি পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। সোমবার (১৭ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে ডা. শফিকুর রহমানকে বহনকারী একটি হেলিকপ্টার বরগুনা সার্কিট হাউজ প্রাঙ্গণে অবতরণ করে। গাড়ী যোগে বেলা ১১টায় বরগুনা পৌরসভার কালিবাড়ি এলাকার নিহত মন্টু দাসের বাড়িতে পৌঁছে পরিবারের সাথে কথা বলেন জামায়াতের আমীর। 

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি, কেদ্রীয় কর্ম পরিসদ সদস্য, ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় এ্যাসিটেন্ট জেনারেল এ্যাড. মোয়াজ্জেম হোসেন হেলাল, কেন্দ্রীয় কর্ম পরিসদ সদস্য জহির উদ্দিন মো: বাবর, পটুয়াখালী জেলার সাবেক আমির ফখরুদ্দিন খান রাজি, বরগুনা জেলার আমির

অধ্যাপক মহিবুল্লাহ হারুন, পটুয়াখালী জেলার আমির এ্যাড. নাজমুল হোসাইন, কেন্দ্রীয় জামায়েত কর্তৃক ঘোষিত বরগুনা -২ আসনের প্রার্থী ড. সুলতান মাহমুদ, জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দসহ প্রমুখ।

উল্লেখ্য, বরগুনার এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গত ৫ মার্চ বরগুনা সদর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা মন্টু চন্দ্র দাস। ওই দিনই প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ এবং পরে তাকে জেলহাজতে পাঠানো হয়। এরপর ১২ মার্চ মামলার শুনানির দিন ছিল। ওইদিন মধ্যরাতে বাড়ির পেছন থেকে বাদী মন্টুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে মন্টু দাসকে হত্যা করা হয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তিকে হারিয়ে দুর্দশায় দিন কাটছে পরিবারটির।

বিভিন্ন মিডিয়ায় এই নিউজ দেখে সোমবার নিহত মন্টুর বাড়ি পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুল ইসলাম। এ সময় ভুক্তভোগী পরিবারকে উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে সব ধরনের সহায়তা করার আশ্বাস দেন তিনি।

তিনি এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে জানান, ‘মন্টুর পরিবারের সঙ্গে যা ঘটেছে তা অত্যন্ত নেক্কারজনক। আমরা সাধ্যমত পরিবারটির পাশে আছি এবং প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদান করব। এরপর, ডা. শফিকুল ইসলাম বরগুনা শহীদ মিনার মাঠে এক পথসভায় অংশ নেন এ পথসভায় আরো উপস্থিত ছিলেন জামাতের অন্যান্য নেতৃবৃন্দ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে