নাজিরপুরে বিএনপি'র সদস্যবৃন্দের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

এফএনএস (মুহাম্মাদ আল-আমীন হোসাইন; নাজিরপুর, পিরোজপুর) : : | প্রকাশ: ২৯ মার্চ, ২০২৫, ০৮:২৩ পিএম
নাজিরপুরে বিএনপি'র সদস্যবৃন্দের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। শনিবার (২৯ মার্চ) বিকেলে শহীদ জিয়া কলেজ মাঠে পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র সুস্থতা কামনায় নাজিরপুর উপজেলা বিএনপি'র সদস্যবৃন্দের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ সময় দোয়া ও ইফতার মাহফিল আয়োজক কমিটির সভাপতি সাইফুল ইসলাম (লিটন) এর সভাপতিত্বে ও সদস্য সচিব এস এম রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপি'র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, জননেতা মো. নজরুল ইসলাম খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি'র সবেক সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল ইসলাম কিসমত, জলা কৃষকদলের সভাপতি, নাছির আহম্মেদ (বাচ্চু), উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহবায়ক রেজউল করিম লিটন, সাবেক জেলা বিএনপি'র সদস্য হিরুয়ার রহমান মোল্লা, উপজেলা বিএনপি'র যুগ্ম-আহবায়ক, আলমগীর হোসেন খাঁন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. বেলায়েত হোসেন মাঝি, উপজেলা সাধারণ সম্পাদক মো. সোহেল শিকদার, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিলটন প্রমূখ। ইফতার মাহফিলে বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র সুস্থতা, দেশ ও জাতির কল্যাণ কামনা করে দলের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এ সময় নাজিরপুর উপজেলা বিএনপি'র বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে