নির্বাচন কমিশনে এনআইডি কার্যক্রম বহাল রাখার দাবীতে মানববন্ধন

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : : | প্রকাশ: ১৩ মার্চ, ২০২৫, ০৬:৫৯ পিএম
নির্বাচন কমিশনে এনআইডি কার্যক্রম বহাল রাখার দাবীতে মানববন্ধন

ফরিদপুরের চরভদ্রসন উপজেলা পরিষদ চত্তরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় এক মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচী পালন করেছেন উপজেলা নির্বাচন কমিশন। দেশের চলমান এনআইডি কার্যক্রম ইলেকশন কমিশন থেকে সরিয়ে একটি মহল সিভিল রেজিষ্ট্রেশন নামক কমিশনে নিয়ে যাওয়ার তৎপরতা চালাচ্ছে। আর এই অপতৎপরতার বিরুদ্ধে উপজেলা নির্বাচন অফিস এনআইডি সম্বলিত যাবতীয় কার্যক্রম ইলেকশন কমিশনে বহাল রাখার দাবী নিয়ে মানববন্ধন কর্মসূচী সহ ২ঘন্টা কর্মবিরতি পালন করেছেন। বাংলাদেশ ইলেকশন কমিশন এ্যাসোসিয়েশন নামক সংগঠন উক্ত মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচীর আয়োজন করেন।
জানা যায়, এ মানববন্ধন কর্মসূচীর সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ সজিবুর রহমান। মানববন্ধনে অংশ নেন উপজেলা নির্বাচন অফিস সহকারী গোলাম মোস্তফা, ডাটা এন্ট্রি অপারেটর মোঃ এনায়েত হোসেন, অফিস সহায়ক মোঃ রায়হান প্রমূখ। এছাড়া উপজেলার বিভিন্ন  দপ্তরের কর্মচারী ও সেবা গ্রহিতারা এ মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন।
উপজেলা নির্বাচন অফিসার সজিবুর রহমান বলেন, “প্রতিটি নাগরিকের জাতীয় পরিচয়পত্র হচ্ছে ভোটার তালিকার একটি উপজাত। সেই এনআইডি কেবলমাত্র নির্বাচন কমিশনের কাছেই সুরক্ষিত। তাই বিগত দিনের মত অদুর ভবিষ্যতেও এনআইডি সম্বলিত যাবতীয় কার্যক্রম বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে রাখার জোর দাবী তোলেন তিনি”।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে