বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে বললেন, ড. মুহাম্মদ ইউনূস সাহেব জাতিসংঘের মহাসচিবকে নিয়ে আপনি কক্সবাজার গিয়েছেন। জাতিসংঘের মহাসচিবকে আপনি বলে দেবেন, শেখ হাসিনা এই রোহিঙ্গা নিয়ে রাজনীতি করে টাকা কামিয়েছে, টাকা। মন খুলে জাতিসংঘের মহাসচিবকে সব কিছু বলে দেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, আজো কেন ছিনতাই হয়? আজো কেন সচিবালয় আগুন লাগে? আজো কেন আছিয়া ধর্ষিত হয়? প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব খোঁজ নিয়ে দেখুন, এরা কারা? যাদের কাছে অবৈধ টাকা আছে, যারা এখনো আমাদের মতো সমাজে কিছু লোকের সাথে থেকে অর্থ দিয়ে এসব অঘটন করাচ্ছে। এদের বিরুদ্ধে আপনাকে (অধ্যাপক মুহাম্মদ ইউনূস) লড়াই করতে হবে। এই লড়াইয়ে আপনি টিকবেন, এই লড়াইয়ে আপনার সাথে আমরা আছি।
তিনি বলেন, সকল ঐক্য ধরে রাখতে হবে। এমন ঐক্য- যে ঐক্যে আবু সাঈদ, মুগ্ধের রক্ত বৃথা যাবে না, যে রক্ত বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে, যে ঐক্য মৃত ব্যক্তি আর কবর থেকে উঠে ভোট দেবে না। এমন ঐক্য চাই, যে ঐক্য হাই কোর্টে বিচার না পাইলে হাই কোর্টের সামনে ময়লাস্তূপ ফেলবে না, হাই কোর্টের এজলাসে লাথি মারবে না
জয়নুল আবদিন ফারুক বলেন, এরকম ঐক্য আমরা চাই যে- ঐক্যের মধ্য দিয়ে বাংলাদেশে অধ্যাপক মুহাম্মদ ইউনূস একটি নির্বাচন দিয়ে দেন। কারণ আপনি আর রাষ্ট্র চালাতে পারছেন বলে জনগণ কথা বলা শুরু করেছে। ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র রুখতে হলে প্রয়োজন নির্বাচন; সেই নির্বাচনের ব্যবস্থা করুন।