পলাশবাড়ীতে ময়লার স্তূপ থেকে যুবকের মরদেহ উদ্ধার

এফএনএস (অমলেশ কুমার মালাকার; পলাশবাড়ী, গাইবান্ধা) : : | প্রকাশ: ১৮ মার্চ, ২০২৫, ০২:১৫ পিএম
পলাশবাড়ীতে ময়লার স্তূপ থেকে যুবকের মরদেহ উদ্ধার

গাইবান্ধার পলাশবাড়ীতে ময়লার স্তূপ থেকে মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের আনুমানিক বয়স হবে ২৮ বছর। 

মঙ্গলবার (১৮ মার্চ) সকালে ঢাকা-রংপুর মহাসড়েকর পৌরশহরের মহেশপুর এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষনিক ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে মহেশপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক ঘেঁষে ময়লার স্তূপে মুখ বাঁধা অবস্থায় এক মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। 

থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জুলফিকার আলী ভূট্টো বিষয়টি নিশ্চিত করে জানান, ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি। তবে নিহতের বয়স আনুমান করা হচ্ছে ২৮ বছর হবে। মরদেহ ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে