পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মুদি ব্যবসায়িকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল সাগে ১০টার দিকে সাগান্না ইউনিয়নের বাদপুকুর আব্দুর রবের চাতালে এই ঘটনা ঘটে।মৃত মোহাম্মদ বাদপুকুর গ্রামের কেনু মিয়ার ছেলে। তিনি গ্রামে দীর্ঘদিন মুদি দোকানের ব্যবসা করেন।
মোহাম্মদের মুদি দোকানে আশকর আলীর ছেলে আসাদুল বাকিতে মুদি দোকান দিয়ে মালামাল ক্রয় করে। দীর্ঘদিন পাওনা টাকা না দিয়ে ঘোরাতে থাকে। সকালে মোহাম্মদ ত্রিমোহনী বাজারে যাওয়ার সময় আশাদুলের কাছে পাওনা টাকা চাইলে সে ক্ষিপ্ত হয়ে মোহাম্মদের ওপর হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মাঝে হাতাহাতি শুরু হলে আসাদুল কাঠ দিয়েআঘাত করলে ঘটনাস্থলেই সে অসুস্থ হয়ে পড়ে। সেখান থেকে মোহাম্মদকে উদ্ধার করে হাসপাতালে রেওয়ার পথে তিনি মারা যান।
ঝিনাইদহ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন,পাওনা টাকা চাওয়াকে করে উভয়ের মধ্যে মারামারির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আসাদুল, আশকর ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।