কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরীব-দুস্থ্য, এতিম, অসহায় ও পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছে ছাত্রদল। সোমবার (১৭ মার্চ) বিকেলে পাকুন্দিয়া সদর ঈদগাহ গেইটের সামনে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের যৌথ উদ্যোগে সাড়ে পাঁচ শতাধিক ইফতার বিতরণ করা হয়।
পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. মাজহারুল হক উজ্জ্বল জানান, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, দেশমাতা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দেশ নায়ক তারেক রহমানের সুস্থ্যতা, দীর্ঘায়ূ কামনায় ইফতার বিতরণ করেছি। আমরা পৌরসদর বাজারে ঘুরে ঘুরে পথচারীদের মাঝে এসব ইফতার বিতরণ করতে পেরে খুবই আনিন্দত।
এ সময় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহীন আলম জনী, পৌর ছাত্রদলের আহবায়ক মো. শামছুল আলম সবুজ, সদস্য সচিব মিজানুর রহমান ফেরদৌস, কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক নাজমুল হুদা, সদস্য সচিব আরমান হোসেন প্রমুখ ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন।