পিরোজপুরের পুলিশ সুপারের সাংবাদিকদের সঙ্গে ইফতার ও মতবিনিময়

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : : | প্রকাশ: ২৮ মার্চ, ২০২৫, ০৩:২৩ পিএম
পিরোজপুরের পুলিশ সুপারের সাংবাদিকদের সঙ্গে ইফতার ও মতবিনিময়

পিরোজপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে ইফতার ও মতবিনিময় করেছেন পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের। বৃহসপতিবার সন্ধ্যায় জেলা পুলিশের আয়োজনে প্রেসক্লাব মিলায়তনে এ মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।  ইফতার পূর্ব মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম। সঞ্চালনা করেন পিরোজপুর প্রেস ক্লাবের সাধারণ সমপাদক এস এম তানভীর আহমেদ। 

ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের। তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক হিসেবে কাজ করে থাকেন। পিরোজপুরের সাংবাদিকরা সব সময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেন, যা দেশের জেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য একটা উদাহরণ হতে পারে। অন্যায় ও অপরাধ নির্মূলে পিরোজপুরের পুলিশ ও সাংবাদিকরা একসাথে কাজ চালিয়ে যাবেন। এ সময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহানসহ অন্যান্য সাংবাদিকরা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে