নওগাঁর পোরশায় গলায় ফাঁস দিয়ে আব্দুর রহমান আকাশ (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। সে উপজেলার গানইর কবিরাজপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে। জানাগেছে, রোববার সন্ধা থেকে আব্দুর রহমান নিখোঁজ ছিল। সোমবার সকালে গ্রামের পাশের একটি পুকুর পাড়ের আম গাছের ডালে তার লাশ ঝুলতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। পোরশা থানা অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, ছেলেটি বেশ কিছুদিন ধরে মানসিক রোগে ভূগছিলেন। এব্যারে থানায় ইউডি মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।