সুজানগরে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

এফএনএস (সুজানগর, পাবনা) : : | প্রকাশ: ১৮ মার্চ, ২০২৫, ০৭:০৫ পিএম
সুজানগরে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

চলতি খরিফ মৌসুমে পাবনার সুজানগর উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৬০০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মুগ ও তিল বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৪০০জন কৃষকের মাঝে কৃষক প্রতি ৫কেজি করে মুগ বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার এবং ২০০জন কৃষককের মাঝে কৃষক প্রতি ১কেজি করে তিল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে ওই বীজ ও সার বিতরণ করেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রাফিউল ইসলামের সভাপতিত্বে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ ফারুক হোসেন চৌধুরী ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ জাহিদ হোসেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে