নেত্রকোনার কলমাকান্দায় গাজায় ইসরাইলি হামলা ও গণহত্যা বন্ধের প্রতিবাদে সারাদেশের ন্যায় বিক্ষোভ সমাবেশ করেছে কলমাকান্দা উপজেলার হেফাজত ইসলাম, বিএনপি, তৌহিদী জনতা ও শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ। আজ সোমবার (৭ এপ্রিল) জহুরের নামাজের পর পরই হেফাজত ইসলাম ও তৌহিদী জনতার উদ্যোগে থানা জামে মসজিদ থেকে শুরু হওয়া এ কর্মসূচি অব্যাহত অবস্থায় সর্বস্তরের মানুষের গাজায় ইসরাইলি হামলা ও গণহত্যা বন্ধের প্রতিবাদে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সর্বস্তরের তৌহিদি জনতার এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ বিক্ষোভ মিছিলে সর্বস্তরের মানুষ অংশগ্রহণে গাজায় ইসরাইলি হামলা ও গণহত্যা বন্ধের প্রতিবাদ জানান।