আদালত চত্বরের প্রধান গেটের সামনে প্রকাশ্যে হামলা চালিয়ে দুই সাংবাদিককে মারধর, ক্যামেরা ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভূক্ত দুই নম্বর আসামি মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আলমাস সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানিয়েছেন, গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরপূর্বে শুক্রবার (২৮ মার্চ) দিবাগত গভীর রাতে নগরীর বান্দ রোড থেকে ছাত্রদল নেতা আলমাসকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, সংবাদ সংগ্রহ করতে গিয়ে বরিশাল জজ কোর্ট চত্বরের প্রধান গেটের সামনে গত ২৭ মার্চ দুপুরে স্থানীয় সাংবাদিক নুরুল আমিন রাসেল ও মনিরুল ইসলামকে মারধর করে আহত করে তাদের ক্যামেরা ভাঙচুর করে মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ীর নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ বাদি হয়ে ২৭ মার্চ দিবাগত রাতে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ীসহ ১২ জনের নামোল্লেখসহ আরো ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।