বাল্যবিবাহ নিরোধ,শতভাগ শিশুর জন্ম নিবন্ধন ও বিবাহ রেজিষ্টেশন বিষয়ক ক্যাম্পেইন

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : : | প্রকাশ: ১৭ মার্চ, ২০২৫, ০২:২৬ পিএম : | আপডেট: ১৭ মার্চ, ২০২৫, ০২:২৬ পিএম
বাল্যবিবাহ নিরোধ,শতভাগ শিশুর জন্ম নিবন্ধন ও বিবাহ রেজিষ্টেশন বিষয়ক ক্যাম্পেইন

আর নয় বাল্যবিয়ে এগিয়ে যাব স্বপ্ন নিয়ে এ প্রতিপাদ্যকে নিয়ে কুড়িগ্রামের রাজারহাটে চাইল্ড নট ব্রাইড প্রজেক্ট ও আরডিআর এস বাংলাদেশের বাস্তবায়নে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, শতভাগ শিশুর জন্ম নিবন্ধন ও বিবাহ রেজিষ্টেশন বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছ্।ে রোববার(১৬মার্চ) দুপুরে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রতিগ্রাম বিএম উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যানন্দ যুব সংগঠনের আয়োজনে এনআরকে -টেলিথন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক সহযোগীতায় ওই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.সেফারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাব রাজারহাট এর সভাপতি প্রহলাদ মন্ডল সৈকত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রতিগ্রাম বিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম, মহিলা ইউপি সদস্য মোছা. মমতাজ বেগম, ফিল্ড ফ্যাসিলিটেটর মো. নজরুল ইসলাম, মোছা. নাসরিন আক্তার ও রেজাউল করিম এবং বিদ্যানন্দ যুব সংগঠনের সভাপতি তানভীর হাসান জয় প্রমূখ। পরে ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। ক্যাম্পেইনে বিদ্যানন্দ ইউনিয়নের ঝুঁকিপূর্ণ শিশু, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে