দেশে চিকিৎসকদের সংকট মোকাবিলায় সরকার বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বৃহস্পতিবার (১৩ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের ঘোষণা দেন।
ডা. সায়েদুর রহমান বলেন, “বর্তমানে চিকিৎসকদের বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের বয়স সীমা ৩২ বছর। তবে, এই বয়সসীমা দুই বছর বাড়িয়ে ৩৪ বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে, যা আগামীদিনে চিকিৎসকদের সুযোগ বৃদ্ধি করবে।”
তিনি আরও জানান, বিশেষ বিসিএসের মাধ্যমে নতুন চিকিৎসক নিয়োগের উদ্দেশ্য হচ্ছে হাসপাতালগুলোতে চিকিৎসকের সংকট দূর করা এবং স্বাস্থ্য সেবায় গুণগত মান বৃদ্ধি করা।
এছাড়া, ডা. সায়েদুর রহমান মন্তব্য করেন যে, বিগত সরকারের সময় চিকিৎসকরা নানা প্রতিশ্রুতি এবং বঞ্চনা নিয়ে দীর্ঘদিন ক্ষুব্ধ ছিলেন, যার ফলস্বরূপ গত বুধবার (১২ মার্চ) তারা তাদের বেতন-ভাতা নিয়ে ধর্মঘট পালন করেছিলেন। তবে, বর্তমান সরকার তাদের দাবি নিয়ে যথেষ্ট আন্তরিক এবং শিগগিরই কিছু সিদ্ধান্তের মাধ্যমে এই দাবিগুলি পূরণ করার চেষ্টা করবে। সরকারের আশ্বাসের পরই চিকিৎসকরা ধর্মঘট থেকে সরে আসেন, তবে এখনও কিছু ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত রয়েছেন। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্টদের দায়িত্ব পালন করতে অনুরোধ জানানো হয়েছে।
চিকিৎসক এবং রোগীদের নিরাপত্তার জন্য আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা আইনটি উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠবে। এ আইনি প্রক্রিয়া এক সপ্তাহের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে, জানান ডা. সায়েদুর রহমান।
চিকিৎসকদের এই পদক্ষেপের মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতে উন্নতি আসবে, এমনটি আশা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়।