২৪ ঘন্টার আল্টিমেটাম

বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা: প্রতিবাদে মিছিল ও সমাবেশ

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম, সিলেট) : : | প্রকাশ: ২০ মার্চ, ২০২৫, ০১:৪৫ পিএম : | আপডেট: ২০ মার্চ, ২০২৫, ০১:৪৫ পিএম
বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা: প্রতিবাদে মিছিল  ও সমাবেশ

সিলেটে শহীদ ও আহত পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণের জন্য গোলাপগঞ্জে যাওয়ার পথে হামলার শিকার হন বৈষম্য বিরোধী আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী । প্রতিবাদে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল, সমাবেশ করেন এবং হামলাকারীদের শাস্তির দাবীতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন। শিক্ষার্থীদের দাবি, আওয়ামী লীগের সমর্থকরা তাদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করে এবং ধস্তাধস্তিতে লিপ্ত হয়।  

প্রতিবাদে ১৯মার্চ বুধবার রাতে সিলেট জেলা, মহানগর এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) যৌথ উদ্যোগে রাত সাড়ে দশটার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি জিন্দাবাজার সড়ক অতিক্রম করে বিজয় চত্বরে (চৌহাট্টা পয়েন্ট) গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদী সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবির (ঘটনাস্থলে আহত) শিক্ষার্থী আবু সালেহ মো. নাসিম, জেলা প্রতিনিধি আখতার হোসেন, মহানগর প্রতিনিধি ও শাবিপ্রবি শিক্ষার্থী দিলওয়ার হোসেন, এনইসিপি প্রতিনিধি মো. শাহান এবং শাবিপ্রবি শিক্ষার্থী হাফিজুল ইসলাম।  সমাবেশে আখতার হোসেন হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার আল্টিমেটাম দেন।  

উল্লেখ্য বুধবার বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা ঈদ সামগ্রী নিয়ে জুলাই-আগস্ট আন্দোলনের শহীদদের বাড়িতে যাওয়ার পথে মোগলাবাজার থানাধীন (হেতিমগঞ্জ এলাকার পাশে) হামলার শিকার হন। এতে বেশ কয়েকজন আহত হন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে