ব্রাজিলের বিরুদ্ধে ছিটকে গেলেন মেসি

এফএনএস স্পোর্টস : | প্রকাশ: ১৮ মার্চ, ২০২৫, ০৭:৪৮ পিএম : | আপডেট: ১৯ মার্চ, ২০২৫, ০৭:৩৪ পিএম
ব্রাজিলের বিরুদ্ধে ছিটকে গেলেন মেসি

উরুর চোটের কারণে আগেই আর্জেন্টিনা ম্যাচের আগে ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গিয়েছিলেন নেইমার। এবার সেই একই ম্যাচ থেকে ছিটকে গেলেন লিওনেল মেসিও। অর্থ্যাৎ ব্রাজিলের বিপক্ষে মেসিকে পাচ্ছে না আর্জেন্টিনা। গত সোমবার আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি যে দল ঘোষণা করেছেন, সেই দলে নেই মেসির নাম। ফলে ২৬ মার্চ বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ম্যাচে দেখা যাবে না এই দুই সেরা তারকাকেই। আগামী সপ্তাহে ব্রাজিল এবং উরুগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ২২ মার্চ উরুগুয়ে এবং ২৬ মার্চ ব্রাজিলের বিপক্ষে। মেসি এই দুই ম্যাচের কোনোটাতে খেলতে পারবেন না। সর্বশেষ খেলোয়াড়দের মেডিক্যাল রিপোর্ট চেক করতে গিয়ে জানা গেলে, ২৪ ঘণ্টার মধ্যে চোটে আক্রান্ত হয়েছেন মেসি। মেসির ক্লাব ইন্টার মায়ামি জানিয়েছে, গত সোমবারই তার এমআরআই করানো হয়েছে। গত রোববার আটলান্টা এফসির বিপক্ষে খেলতে গিয়ে অস্বস্তি বোধ করেছিলেন তিনি। এ কারণেই মূলত এমআরআই করা হয়। ওই ম্যাচের আগেও তিন ম্যাচে খেলানো হয়নি মেসিকে। বিশ্রাম দেওয়া হয়েছিল। মাঠে ফিরে আবারও চোট পেলেন। মায়ামির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আগের রাতে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে মেসির অ্যাডাক্টর অঞ্চলে (উরুর ভেতরের মাংসপেশি) অস্বস্তির পরিমাণ কতটা ছিল তা নির্ধারণের জন্য গত সোমবার সকালে তার এমআরআই করা হয়েছে।’ সেই এমআরআই পরীক্ষার রিপোর্ট কি আসলো, সেটাও জানিয়েছে মায়ামি। বিবৃতিতে তারা লিখেছে, ‘এমআরআই পরীক্ষায় দেখা গেছে, অস্বস্তি লাগা জায়গায় একটি নিম্ন-গ্রেডের আঘাতের উপস্থিতি নিশ্চিত করেছে। তার চিকিৎসার অগ্রগতি কতটা দ্রুত হচ্ছে, তার ওপর নির্ভর করবে তিনি, কবে মাঠে ফিরতে পারবেন।’ মায়ামির কোচ হ্যাভিয়ার মাচেরানো আগেই মেসির চোটের ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন। বলেছিলেন, ‘আমরা চেয়েছিলাম মেসিকে যাতে বেশি পরিশ্রম করতে না হয়। তাহলে ওর চোট পাওয়ার সম্ভাবনা আরও বাড়ত। মেসির শারীরিক অবস্থার ব্যাপারে ভাল বলতে পারবে আর্জেন্টিনার চিকিৎসকরা। ওরাই মেসিকে দেখছে।’ ২ মার্চ কোচ লিওনেল স্কালোনি ঘোষিত ৩৩ সদস্যের প্রাথমিক দলে ছিলেন ৩৭ বছর বয়সী এই ফুটবলার। তখনও তার শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা-সংশয় ছিল। তবুও তাকে প্রাথমিক স্কোয়াডে রেখেছিলেন এ আশায় যে, যদি সময়মত সুস্থ হয়ে ওঠেন তিনি; কিন্তু সুস্থ হওয়ার চেয়ে নতুন চোটে পড়ে ছিটকেই গেলেন মেসি। মেসির পাশাপাশি পাওলো দিবালা, গঞ্জালো মন্তিয়েল ও জিওভানি লো সেলসোও এ দুই ম্যাচের জন্য স্কালোনির স্কোয়াডের বাইরে রয়েছেন। দিবালা ও মন্তিয়েল চোটে ভুগছেন। লো সেলসোর জায়গা হয়নি কৌশলগত কারণে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW