পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া ও খানমরিচ ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৬ মার্চ) রাতে উপজেলা বিএনপি’র আহবায়ক নূর মোজাহিদ স্বপন,সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ ও সদস্য সচিব সরদার জাফর ইকবাল হিরোক স্বাক্ষরিত ওই কমিটি প্রকাশ করা হয়। উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।
ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপি’র কমিটিতে শামসুল আলমকে আহবায়ক,ইউসুফ আলীকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও আবেদ আলীকে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট এবং খানমরিচ ইউনিয়নে শহিদুল ইসলামকে আহবায়ক, আবুল কালাম আজাদকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও সরদার আতাউর রহমান খোকনকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়। ঘোষিত কমিটিকে আগামী ২১দিনের মধ্যে ওয়ার্ড কমিটি গঠন করে ইউনিয়ন সম্মেলন করার নির্দেশনা দেওয়া হয়।
এদিকে তালিকা প্রকাশের সাথে সাথে খানমরিচ ইউনিয়নের ময়দানদিঘী বাজারে আনন্দ মিছিল বের করে বিএনপি’র নেতা-কর্মী ও সমর্থকরা। এ সময় তারা পাবনা জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার,উপজেলা বিএনপির আহবায়ক নুর মুহাহিদ স্বপন, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ ও সদস্য সচিব সরদার জাফর ইকবাল হিরোকের সমর্থনে নানা ম্লোগান দেন।