ভাঙ্গুড়ায় বিনামূল্যে বীজ ও সার পেলেন ৪০০ কৃষক

এফএনএস (মনিরুজ্জামান ফারুক; ভাঙ্গুড়া, পাবনা) : : | প্রকাশ: ১৭ মার্চ, ২০২৫, ০৪:৪৬ পিএম
ভাঙ্গুড়ায় বিনামূল্যে বীজ ও সার পেলেন ৪০০ কৃষক

পাবনার ভাঙ্গুড়ায় তিল ও মুগ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১৭ মার্চ) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে এই বীজ ও সার বিতরণ  করা হয়।

উপজেলার একটি পৌরসভাসহ ছয়টি ইউনিয়নের ৪০০ জন কৃষকের মধ্যে ৩০০ জনকে ১ কেজি তিলের বীজ,১০০ জনকে ৫ কেজি মুগের বীজ এবং  প্রত্যেককে ১০ কেজি ডিএপি সার ও  ৫ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মোছা. নাজমুন নাহার উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন। 

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. শারমিন জাহান,অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. নাজমুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় তিল ও মুগ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৪০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে এই বীজ ও সার বিতরণ করা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে