ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে ফেরত চাওয়ার চিঠির জবাব এখনো আসেনি

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশ: ১৩ মার্চ, ২০২৫, ০৪:৫০ পিএম
storage/2025/march/13/news/56067d2b89290561.jpg

গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত চেয়ে পাঠানো কূটনৈতিক পত্রের এখনো কোনো জবাব দেয়নি ভারত। প্রায় তিন মাস পেরিয়ে গেলেও এ বিষয়ে ভারত সরকার কোনো প্রতিক্রিয়া জানায়নি বলে নিশ্চিত করেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সচিবালয়ে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, “প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে গত বছরের ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কূটনৈতিক পত্র পাঠানো হয়েছিল। তবে এখনো সে চিঠির কোনো আনুষ্ঠানিক উত্তর আমরা পাইনি।”

তিনি আরও বলেন, “এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট— আমরা ভারতের জবাবের অপেক্ষায় আছি। চিঠির উত্তর পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।”

সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “ভারতে বসে শেখ হাসিনার দেওয়া বক্তব্য দেশের জন্য বিপজ্জনক।”

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান জানতে চাইলে মুখপাত্র বলেন, “প্রধান উপদেষ্টার বক্তব্যের পর আমাদের নতুন করে বলার কিছু থাকে না। তবে সরকার কূটনৈতিকভাবেই বিষয়টি সমাধানের চেষ্টা করছে।”

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন, ভারত এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি, তবে বাংলাদেশের তরফ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদারকি করা হচ্ছে।

এদিকে প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফর নিয়েও আলোচনা হয়েছে সংবাদ সম্মেলনে। তিনি আগামী ২৬ মার্চ চীনের উদ্দেশে যাত্রা করবেন এবং ২৭ মার্চ বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনের উদ্বোধনী প্লেনারিতে বক্তব্য দেবেন। সফরের অংশ হিসেবে ২৮ মার্চ চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক আলোচনা অব্যাহত থাকলেও এখনো কোনো অগ্রগতি দেখা যায়নি। ভারতের জবাব পাওয়ার পর বাংলাদেশ সরকার পরবর্তী পদক্ষেপ ঠিক করবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এখন দেখার বিষয়, ভারত কবে নাগাদ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় এবং পরিস্থিতির পরবর্তী মোড় কোনদিকে গড়ায়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে