ভালুকায় একটি শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২১ টি পরিবারকে অবরুদ্ধ রাখার অভিযোগ

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : : | প্রকাশ: ২৭ মার্চ, ২০২৫, ০২:৫২ পিএম
ভালুকায় একটি শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২১ টি পরিবারকে অবরুদ্ধ রাখার অভিযোগ

ময়মনসিংহের ভালুকার শিল্প এলাকার কাশর গ্রামে আরিফ টেক্রটাইল নামের একটি শিল্প প্রতিষ্ঠানের সাথে স্থানীয় বেলাল ফকিরে জমি বিক্রি বনাবনি না হওয়ায় ২১টি ভাড়াটিয়া পরিবারের যাতায়তের রাস্তা বন্ধ করে গেইটে তালা ঝুলিয়ে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে। 

স্থানীয়রা জানান, উপজেলার কাশর মৌজার ৭৭ দাগে হাজী বেলাল ফকির ও তার ভাই প্রতিবন্ধি আইনুল ফকিরের সাথে ওই প্রতিষ্ঠানের জমি বিক্রি নিয়ে বিরোধের জেরে তাদের ২১টি ভাড়াটিয়ার যাতায়তের রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। ভাড়াটিয়া ২১টি পরিবার দীর্ঘ দিন ধরে আরিফ টেক্সটাইলের রাস্তা হয়ে তাদের কর্মস্থলে যাতায়ত করতো।

 সম্প্রতি কারখানা কর্তৃপক্ষ রাস্তার দুই পাশে দুইটি ফটক রেখে সীমানা প্রাচীর তৈরী করে। সর্বশেষ তারা ওই ফটকে লোহার দরজা লাগিয়ে দিয়ে গত বুধবার (২৬ মার্চ) সকালে তালা ঝুলিয়ে দেয়। এতে অবরুদ্ধ হয়ে পড়ে দুই পাশের তিনটি বাড়ির ২১ টি ভাড়াটিয়া পরিবার। তারা ওইসব বাড়িতে বসবাস করে বিভিন্ন কারখানায় চাকরি করেন। আরিফ টেক্সটাইলের লোকজন গেইটে তালা দেওয়ায় গত বুধবার সকাল থেকে তারা অবরুদ্ধ হয়ে আছেন। যাতায়তের বিকল্প ব্যবস্থা না থাকায় তারা বাড়ি থেকে বের হতে পারছেন না। 

হাজী বেলাল ফকির জানান, রাস্তায় তারও কিছু জমি আছে। তাদের বাড়ির ভাড়াটিয়াদের চলাচলে সুযোগ দেওয়ার শর্তে তিনি আফির টেক্সটাইল কর্তৃপক্ষকে তার জায়গার উপর দিয়ে রাস্তা নেওয়ার সুযোগ দেন। আরিফ টেক্সটাইল মিলের ম্যানেজার জিএম অবসরপ্রাপ্ত কমান্ডার বশির আহাম্মেদ জানান, গেইটে তালা দেয়ার বিষয়টি তার জানা নেই।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে