ময়মনসিংহের ভালুকায় উন্নয়ন সহায়তা তহবিলের টাকায় রাস্তা এইচবিবি (হেরিং বন্ড বন্ডিং) করণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। সড়ক নির্মাণে ব্যবহার করা হচ্ছে নিম্মমানের ইট ও বালু। ইটের নিচে দেয়া হচ্ছে না বালু ফাঁকা ফাঁকা করে বিছানো হচ্ছে ইট। ঘটনাটি উপজেলার উথুরা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড ধলিকুড়ি গ্রামে।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, উপজেলার উথুরা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের ধলিকুড়ি জামে মসজিদ মোড় থেকে লাল মিয়ার বাড়ি পর্যন্ত ৬শত ফুট রাস্তা ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় প্রকল্পের টাকা দিয়ে এইচবিবি করা হচ্ছে। ৮ফুট প্রস্তে ছয় শত ফুট রাস্তা এইচবিবিকরণ কাজের জন্যে ৮ লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে।
রাস্তায় ইটের সলিংএর নীচে প্রাক্কলন অনুসারে বালি দেয়া হয়নি। সলিংএর ইট বিছানো হয়েছে দূরত্বে। ব্যবাহার করা হচ্ছে নিম্মমানের ইট ও বালু।
ইউনিয়ন পরিষদের সচিব মো. সাদিকুর রহমান জানান, উন্নয়ন সহায়তা তহবিলের ৮ লাখ টাকায় ৮ ফুট প্রস্তে ৬শত ফুট এইচবিবি করণ করা হচ্ছে। ইউপি মেম্বার মুনসুর আহাম্মেদ প্রকল্পের সভাপতির দায়িত্ব পালন করছেন। রাস্তার কাজের জন্য উপজেলা প্রকৌশল অফিস থেকে প্রাক্কলন নেয়া হয়েছে। প্রাক্কলন অনুসারে রাস্তায় সলিংএর নিচে কমপক্ষে চার ইঞ্চি বালি দেয়ার কথা। তিনি রাস্তাটি একাধিকবার পরিদর্শন করেছেন। তবে, রাস্তার কাজে সলিংএর নিচে কতটুকু বালু দেয়া হয়েছে বা সলিংএর ইট কতটুকু দূরত্বে বসানো হয়েছে বা ইটের মান কেমন তা তিনি দেখেননি।
প্রকল্পের সভাপতি ইউপি মেম্বার মুনসুর আহাম্মেদ জানান, রাস্তায় বালি কম দেয়া হয়ে থাকলে তা পুরণ করে দিবেন। ভাল মানের ইট ও বালু ব্যবহার করা হবে। তবে এলাকাবাসী তাকে আ,লীগের একজন ঘনিষ্ট দোসর দাবী করেছেন।
উথুরা ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুবেল মন্ডল জানান, বিষয়টি শুনার পর রাস্তার কাজ বন্ধ রাখা হয়েছে। সরজমিনে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।