গফরগাঁওয়ে অসহায় এক শিক্ষকের পাশে শিক্ষকবৃন্দ

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : : | প্রকাশ: ১৭ মার্চ, ২০২৫, ০৫:১৪ পিএম
গফরগাঁওয়ে অসহায় এক শিক্ষকের পাশে শিক্ষকবৃন্দ

ময়মনসিংহের গফরগাঁওয়ে একজন অসহায় শিক্ষকের পাশে এসে দাঁড়িয়েছেন উপজেলা শিক্ষকবৃন্দ। এটা একটা মানবিকতার উদাহরণ তৈরি করলেন তারা। লিভার ক্যান্সারে আক্রান্ত উপজেলার টেকিরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শাহজাহান এর চিকিৎসা সহায়তা হিসেবে তাকে ১ লক্ষ ১১ হাজার ৩০০ টাকা দান করেছেন। রোববার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কার্যালয়ে শিক্ষক শাহজাহানের স্ত্রীর হাতে সাহায্যের এই টাকা তুলে দেন উপজেলা

প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নূর এ আলম ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোশাররফ হোসেন ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি, ভাষা শহীদ আঃ জব্বার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান কাজল ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে