হবিগঞ্জের মাধবপুরে ডেবিল হান্ট অভিযানে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পরিতোষ মালাকার (৩৬)কে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সে মাধবপুর পৌর শহরে মালাকার পাড়ার চন্দন মালাকারের ছেলে। বৃহস্পতিবার ভোর রাতে থানার এস.আই শাহানুর ইসলাম পৌর এলাকার মালাকার পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। সে ৪ আগষ্ট বৈষম্য বিরুদ্ধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ এর সঙ্গে জড়িত।