লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে সিলেট শাহী ঈদগাহে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত

এফএনএস : | প্রকাশ: ৩১ মার্চ, ২০২৫, ১২:৫৩ পিএম
লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে সিলেট শাহী ঈদগাহে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত

সিলেটে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে নগরীর শাহী ঈদগাহ ময়দানে। এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়। শাহী ঈদগাহে ঈদের জামায়াতে ইমামতি করেন সিলেট মহানগরের বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুশতাক আহমদ খাঁন। এর আগে বয়ান পেশ করেন মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুনা, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা কামাল উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী, শাহী ঈদগাহের মোতাওয়াল্লী সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, ডিআইজি, পুলিশ কমিশনার, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ লক্ষাধিক মুসল্লি। নামাজ শেষে দোয়া মোনাজাত করেন মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুনা।

নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুনা। তিনি তার বয়ানে মুসলিম উম্মাহর দুঃখ-দুর্দশার কথা উল্লেখ করে ফিলিস্তিনের নির্যাতিত জনগণের জন্য দোয়া করেন এবং মুসলিম দেশগুলোর প্রতি ইসরায়েলী পণ্য বর্জনের আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশের জনগণকে দেশপ্রেম ও জাতীয় স্বার্থ সংরক্ষণের প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন।


সিলেট নগরীর অন্যান্য প্রধান ঈদ জামাত

শাহী ঈদগাহ ছাড়াও সিলেট নগরীর বিভিন্ন স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এরমধ্যে হযরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টা ৪৫ মিনিটে। এখানে ইমামতি করেন দরগাহ মসজিদের খতিব ও ইমাম। আলিয়া মাদ্রাসা মাঠে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিত্বরা অংশ নেন। সিলেটের বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৯টা ১৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। শাহী ঈদগাহ সংলগ্ন কাজিরবাজার মসজিদেও বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। উপশহর, সুবিদবাজার, আম্বরখানা, টিলাগড়সহ বিভিন্ন এলাকার প্রধান মসজিদ ও মাঠে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

শাহী ঈদগাহসহ অন্যান্য স্থানেও ঈদের জামাত অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, যাতে মুসল্লিরা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন। পুলিশ ও র‍্যাবের সদস্যরা পুরো এলাকায় নিরাপত্তা নিশ্চিত করেন।

ঈদের জামাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। সিলেটের শাহী ঈদগাহ ময়দানে এই বৃহৎ জামাত সিলেটবাসীর ঈদ উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে পরিচিত।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে