নাটোরের লালপুরে একটি বসত বাড়িতে আগুন লেগে গবাদিপশু সহ আসবাবপত্র পুড়ে এক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
শনিবার (২৯ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের রুইগাড়ি গ্রামে জামাল মন্ডলের ছেলে আরিফুল ইসলামের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের এঘটনা ঘটে।
ফায়ার স্টেশন ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাতে এঘটনায় একটি বসতঘর ও গোয়াল ঘরে আগুন লেগে একটি ছাগল মারা গেছে ও বাড়ির আসবাবপত্রে আগুন লেগে পুড়ে যায়। এতে এক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
খবর পেয়ে লালপুর ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্থ আরিফুল ইসলাম জানান, আগুনে বাড়ির আসবাবপত্র পুড়ে গেছে, সেই সাথে আগুনে পুড়ে একটি ছাগল মারা গেছে। এসময় একটি গরু পুড়ে কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছে।
লালপুর ফায়ার স্টেশনের লিডার মাহফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় বাড়ির আসবাবপত্র পুড়ে একটি ছাগল মারা গেছে। এতে এক লক্ষ টাকার ক্ষতি হয়েছে এবং দুই লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।