লাহোর কালান্দার্সের দায়িত্ব পেলেন রাসেল ডমিঙ্গো

এফএনএস স্পোর্টস : | প্রকাশ: ২৯ মার্চ, ২০২৫, ০৯:৩৪ পিএম
লাহোর কালান্দার্সের দায়িত্ব পেলেন রাসেল ডমিঙ্গো

লাহোর কালান্দার্সের প্রধান কোচ হিসেবে রাসেল ডমিঙ্গো দায়িত্ব নিয়োগ পেয়েছেন। দলটির সাবেক প্রধান কোচ ড্যারেন গফ এবার সময় দিতে না পারায় তার স্থলাভিষিক্ত হয়েছেন ডমিঙ্গো। কালান্দার্স কর্তৃপক্ষ জানিয়েছে, অনিবার্য ব্যক্তিগত কারণ দেখিয়ে গফ দায়িত্ব নিতে অপারগ হওয়ায় এই পরিবর্তন আনা হয়েছে। গত বছর গায়ানায় অনুষ্ঠিত গ্লোবাল সুপার লিগে কালান্দার্সের কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন গফ। সেসময় ধারণা করা হচ্ছিল যে তিনি আগামী পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরেও দলটির কোচের দায়িত্বে থাকবেন। যদিও কালান্দার্স দলটি চতুর্থ স্থানে থেকে গ্রুপ পর্বেই বাদ পড়ে যায়, তবে গফের কৌশলগত দক্ষতায় তারা সন্তুষ্ট ছিল এবং তাঁকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই রেখেছিল। গফ দায়িত্ব ছাড়ায় কালান্দার্স কিছুটা হতাশ হলেও তারা এক বিবৃতিতে জানিয়েছেন, গফের সিদ্ধান্তকে তারা সম্মান জানায়। তারা আরও বলেন, ‘গফ আমাদের পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য এবং আমরা তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।’ এবার সেই দায়িত্ব নিচ্ছেন দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো। কালান্দার্সের লক্ষ্য পিএসএলের আগামী আসরে তৃতীয় শিরোপা জয় করা। সেই লক্ষ্যে ডমিঙ্গোকে নিয়ে ছক কষবে দলটি। ডমিঙ্গো বলেন, ‘আমি লাহোর কালান্দার্সের অংশ হতে পেরে দারুণ উচ্ছ্বসিত। খেলোয়াড়দের সঙ্গে কাজ শুরু করতে, ম্যানেজমেন্টকে জানার জন্য এবং আসন্ন মৌসুমের প্রস্তুতি নিতে আমি মুখিয়ে আছি। আমাদের সমর্থকরা সবসময় পাশে থাকবে, আর আমি আশা করি তাদের গর্বিত করতে পারব।’ কালান্দার্সের সহ-মালিক সামিন রানা বলেন, ‘রাসেল ডমিঙ্গোর আন্তর্জাতিক পর্যায়ের বিশাল অভিজ্ঞতা তাঁকে আমাদের দলের জন্য অমূল্য সম্পদে পরিণত করেছে। আমরা বিশ্বাস করি, তাঁর দক্ষতা পিএসএলে আমাদের সাফল্যে বড় অবদান রাখবে।’ আগামী ১১ এপ্রিল পিএসএলের পর্দা উঠবে। উদ্বোধনী ম্যাচে লাহোর কালান্দার্স মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে