শুধু শেখার নয়, শিক্ষাপ্রতিষ্ঠান স্বপ্ন দেখারও জায়গা: প্রধান উপদেষ্টা

এফএনএস অনলাইন: : | প্রকাশ: ২৯ মার্চ, ২০২৫, ০৩:২৭ পিএম : | আপডেট: ২৯ মার্চ, ২০২৫, ০৩:২৮ পিএম
শুধু শেখার নয়, শিক্ষাপ্রতিষ্ঠান স্বপ্ন দেখারও জায়গা: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে শনিবার দেওয়া এক ভাষণে বললেন, 

“একটি বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান শুধু মাত্র শেখার জায়গা নয়, এটি স্বপ্ন দেখারও জায়গা। স্বপ্ন দেখতে পারা পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। আপনি যদি স্বপ্ন দেখেন, তবে তা ঘটবেই। আপনি যদি স্বপ্ন না দেখেন, তবে তা কখনও ঘটবে না।”

শিক্ষার্থীদের অতীতের দিকে নজর দেওয়ার অনুরোধ করে অধ্যাপক ইউনূস বলেন, 

“যা কিছু ঘটেছে, কেউ না কেউ আগে তা কল্পনা করেছিল। কল্পনা যে কোনো কিছু থেকে বেশি শক্তিশালী।”

এসময় প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের সবচেয়ে অদ্ভুত এবং অকল্পনীয় বিষয়ে স্বপ্ন দেখতে উৎসাহিত করেন, যদিও অনেক সময় এটি অসম্ভব মনে হতে পারে। “কিন্তু, মানবসভ্যতার যাত্রা হলো অসম্ভবকে সম্ভব করা। সেটাই আমাদের কাজ। আর আমরাই তা করতে পারি।”

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে