শেরপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : : | প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৫, ০৩:৫৫ পিএম
শেরপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

শেরপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে বার্ণাঢ্য শোভাযাত্রা ও প্রীতি ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। "তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন"এই স্লোগানকে সামনে রেখে রোববার (৬ এপ্রিল) সকালে শেরপুরের জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বার্ণাঢ্য শোভাযাত্রা বের করে শেরপুর জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ করে। পরে শেরপুর সরকারি কলেজের মাঠে প্রীতি ভলিবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। এ সময় শেরপুর জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থা সদস্য সচিব ধীরেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস বার্ণাঢ্য শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা প্রশাসক মোঃ তরফদার মাহমুদুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ, সদর উপজেলার নিবার্হী অফিসার মো. আব্দুল্লাহ্ আল মাহমুদ ভূঁইয়া, শেরপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক  কাকন রেজা, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি সাংবাদিক ও কবি  রফিক মজিদ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং জেলা বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা ।

পরে ১২টার দিকে শেরপুর সরকারি কলেজের মাঠে  প্রীতি ভলিবল খেলার টুর্নামেন্ট আয়োজন করেন। ভলিবল খেলার টুর্নামেন্ট যে দুটি দল অংশগ্রহণ করেন কামারেরচর স্পেটিং ক্লাব বনাম সোলাইমান কবির একাডেমি। ভলিবল টুর্নামেন্ট সোলাইমান কবির একাডেমি কে পরাজিত করে চ্যাম্পিয়ন হিসেবে বিজয়ী লাভ করে কামারের চর স্পেটিং ক্লাব এবং চ্যাম্পিয়ন পুরস্কার তুলে দেন শেরপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাকিল আহমেদ, পুরস্কার গ্ৰহণ করে কামারের চর স্পেটিং ক্লাব।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে