ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের (ফারিয়া) আয়োজনে ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার বিশ্বরোড মোড়ের হোটেল লালশালুকে প্রায় শতাধিক লোককে ইফতার করিয়েছেন তারা। ইফতার মাহফিলে তাদের সংগঠনের ৭০ সদস্য ছাড়াও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি, চিকিৎসক, সাংবাদিক ও সুশিল সমাজের লোকজন অংশ গ্রহণ করেছেন। ফারিয়রার সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমানের সঞ্চালনায় সভাপতি মো. আনোয়ার হোসেন কল্লোলের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি ও উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা কুতুব উদ্দিন। বক্তব্য রাখেন- সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা: মো. কামরূল ইসলাম, সরাইল উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সরাইল মহিলা কলেজের প্রভাষক ও সাংবাদিক মোহাম্মদ মাহবুব খান বাবুল প্রমূখ। সবশেষে দোয়া পরিচালনা করেন মাওলানা কুতুব উদ্দিন।