“সুন্নী মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য”এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনা নাসিরনগর উপজেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায়‘আলোচনা সভা ও ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকালে নাসিরনগর প্রশিকার হল রুমে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নাসিরনগর উপজেলার সিনিয়র সহ-সভাপতি পীরে তরিকত গোলাম মোহাম্মদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সচিব আলহাজ এডভোকেট কাজী ইসলাম উদ্দিন দুলাল। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ব্রাহ্মণবাড়িয়ার জেলা শাখার সাধারণ সম্পাদক পীরজাদা মাওলানা মোস্তাক আহমেদ আল-ওয়ায়েসি। বিশেষ অতিথি ছিলেন চাদপুর জেলা ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি শাহ মোহাম্মদ সেলিম,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী,ইসলামী ফ্রন্টের নেতা সাবেক প্রধান শিক্ষক সৈয়দ শওকুতুল ইসলাম,ইসলামী যুবসেনা জেলা শাখার সাধারণ সম্পাদক মো: মাসুম বিল্লাহ আশরাফী।
উপজেলা ইসলামী যুবসেনার সাংগঠনিক সম্পাদক মাওলানা নুর আলম রেজার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- মাওলানা মো: মনিরুল ইসলাম,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নাসিরনগর সদর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা হোসাইন আশরাফী, উপজেলা যুবসেনার সভাপতি মোঃ জহিরুল ইসলাম ভূইয়া,সাধারণ সম্পাদকক মাসুদুর রহমান ভুইয়া,প্রচার সম্পাদক মাওলানা মাহমুদ উল্লাহ আশরাফী,প্রভাষক শেখ সায়েদুর রহমান,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ধরমন্ডল ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন প্রমূখ।আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত,ইসলামী ফ্রন্ট,ইসলামী যুবসেনা,ইসলামী ছাত্রসেনার উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন পীরে তরিকত মাওলানা গোলাম মোহাম্মদ খান।