হরিপুরে ইটভাটায় জরিমানা ও ৭ দিনের মধ্যে ইটভাটা ভেঙ্গে ফেলার নির্দেশ

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: : | প্রকাশ: ১৪ মার্চ, ২০২৫, ০৪:৩৫ পিএম
হরিপুরে ইটভাটায় জরিমানা ও ৭ দিনের মধ্যে ইটভাটা ভেঙ্গে ফেলার নির্দেশ

ইট পোড়ানোর জন‍্য পরিবেশ অধিদপ্তরের অনুমোদন বা ছারপত্র না থাকার কারণে অবৈধভাবে ইট পোড়ানোর অপরাধে হরিপুর উপজেলার এনএনবি ও এমএ ব্রিকস ইটভাটাকে ১ লাখ টাকা করে জরিমানা করেছেন জেলা ভ্রাম্যমাণ আদালত এবং ৭ দিনের মধ্যে ইটভাটা ভেঙ্গে ফেলার নির্দেশ দেন। শুক্রবার  (১৪ মার্চ ) দুপুরে উপজেলার হরিপুর সদর ইউনিয়নের এনএনবি ও ভাতুরিয়া ইউনিয়নের এমএ ব্রিকস ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়।

পরে উক্ত দুই ইটভাটায় পানি ছিটিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয় এবং ৭ দিনের মধ্যে ভাটার মালিকদের ইট প্রস্তুতের সকল কার্যক্রম বন্ধ করে ভাটা ভেঙ্গে ফেলার নির্দেশ দেয়া হয়।

ঠাকুরগাঁও জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার জানান, এ এলাকায় গড়ে ওঠা ইটভাটাগুলোর বেশিরভাগেরই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এসব অবৈধ ইটভাটা পরিবেশের ক্ষতি করে ইট প্রস্তুত করছিল। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এসব ইটভাটাগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অবৈধ এসব ইটভাটার কার্যক্রম বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে