পঞ্চগড়ে চিন্ময় কৃষ্ণ ও শুভেন্দু অধিকারীর কুশপুত্তলিকা দাহ

এফএনএস (শহিদুল ইসলাম শাহিন; পঞ্চগড়) : : | প্রকাশ: ৪ ডিসেম্বর, ২০২৪, ০৪:৫৮ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
পঞ্চগড়ে চিন্ময় কৃষ্ণ ও শুভেন্দু অধিকারীর কুশপুত্তলিকা দাহ

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনার এর কার্যালয়ে হামলা করে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও ড. মোহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকায় আগুন দেওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। বুধবার বিকেলে জাগপা'র বকুলতলা দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে পঞ্চগড় - ঢাকা মহাসড়কের চৌরঙ্গী মোড়ে সংক্ষিপ্ত পথসভার আয়োজন করে। বক্তারা ভারতীয় আগ্রাসী মনোভাব ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার তীব্র প্রতিবাদ জানায়। সেইসাথে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনারের কার্যালয়ে হামলায় জড়িতদের বিচারের মুখোমুখি করার জোর দাবি জানানো হয়। এসময় ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের কুশপুত্তলিকায় আগুন দেওয়া হয়। জেলা জাগপা'র সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লবের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত পথসভা বক্তব্য রাখেন, জেলা জাগপা'র সহসভাপতি শামসুজ্জামান নয়ন মাস্টার, সাংগঠনিক সম্পাদক কামাল পাটোয়ারী, আবদুল খালেক, যুব জাগপা'র কামরুজ্জামান কুয়েত, মকছেদ আলম, আরিফ হোসেন, আনু, আসমত আলী প্রমূখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে