তাহসানের ভক্তদের জন্য সুখবর

এফএনএস বিনোদন : | প্রকাশ: ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:৩৩ পিএম : | আপডেট: ১৪ মার্চ, ২০২৫, ০৭:৪৯ পিএম
তাহসানের ভক্তদের জন্য সুখবর

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান আবারও তাঁর শ্রোতাদের জন্য চমক নিয়ে এসেছেন। নতুন গানের পাশাপাশি এবার নিজের পুরোনো কিছু জনপ্রিয় গান নতুন আঙ্গিকে উপস্থাপন করার উদ্যোগ নিয়েছেন তিনি। তাঁর এই উদ্যোগ ভক্তদের জন্য নিঃসন্দেহে এক বড় সুখবর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাহসান বলেন, "আমি সবসময় চেয়েছি আমার সৃজনশীল কাজগুলো আমারই নিয়ন্ত্রণে থাকুক। তাই আমার গাওয়া পুরোনো সাতটি গান আবারও নতুন করে গাওয়ার উদ্যোগ নিয়েছি। কারণ, আমি চাই সেগুলো নতুন আঙ্গিকে শ্রোতাদের কাছে উপস্থাপিত হোক।" তিনি আরও জানান, যেসব গান তিনি নতুন করে গাইবেন, সেগুলোর মধ্যে কিছু গান খুব জনপ্রিয় না হলেও তাঁর কাছে বিশেষ প্রিয়। আবার কিছু হিট গান রয়েছে, যেগুলোর সংগীতায়োজন তাঁর মনঃপুত হয়নি। তাই এবার নিজস্ব ধাঁচে গানগুলো পুনরায় উপস্থাপন করতে চান তিনি।

তাহসানের পুনর্নির্মাণ করা গানগুলোর তালিকায় রয়েছে - ‘একটাই তুমি’, ‘মন কারিগর’, ‘কেউ না জানুক’, ‘চাইলে আমার’, ‘তোমার আমার’, ‘বৃষ্টিতে প্রাকৃতিক’ এবং ‘প্রেমাতাল’। এর মধ্যে ‘চাইলে আমার’ ও ‘তোমার আমার’ গান দুটিকে ম্যাশআপ করে একটি নতুন গান হিসেবে প্রকাশ করা হবে। শিল্পী জানিয়েছেন, এসব গানের সংগীতায়োজনসহ সব কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এদিকে, তাহসানের সাম্প্রতিক কাজগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ভালোবাসা দিবসে প্রকাশিত ‘জনম জনম’ গানটি, যা শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। এছাড়া আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘জংলি’ সিনেমার জন্যও তিনি গান গেয়েছেন। পাশাপাশি ‘দাগি’ নামে একটি নতুন সিনেমার জন্য গান করার পরিকল্পনাও রয়েছে তাঁর।

তাহসানের এই উদ্যোগ তাঁর ভক্তদের জন্য নিঃসন্দেহে এক অনন্য উপহার। নতুন আঙ্গিকে আসা তাঁর পুরোনো জনপ্রিয় গানগুলো কেমন হয়, সেটিই এখন শ্রোতাদের জন্য অপেক্ষার বিষয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW