ওটিটিতে ‘শ্যামাকাব্য’: ঘরে বসেই উপভোগ করুন রহস্য-রোমাঞ্চ

এফএনএস বিনোদন : | প্রকাশ: ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:৩৫ পিএম : | আপডেট: ১৪ মার্চ, ২০২৫, ০৭:৪৯ পিএম
ওটিটিতে ‘শ্যামাকাব্য’: ঘরে বসেই উপভোগ করুন রহস্য-রোমাঞ্চ

বাংলা সিনেমায় সাইকোলজিক্যাল থ্রিলারের সংখ্যা তুলনামূলকভাবে কম। এই ধারায় নতুন সংযোজন বদরুল আনাম সৌদ পরিচালিত ‘শ্যামাকাব্য’। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমাটি এবার ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পেয়েছে, যা দর্শকদের জন্য বাড়িতে বসেই রহস্য ও রোমাঞ্চ উপভোগের সুযোগ করে দিচ্ছে।

‘শ্যামাকাব্য’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে আজাদ নামের এক যুবকের জীবনসংগ্রাম ঘিরে। স্ত্রী নীতুকে হারিয়ে গভীর হতাশায় নিমজ্জিত হয় সে। ওসমান নামের একজনকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করত আজাদ, কিন্তু সেই ওসমানের সঙ্গেই তার স্ত্রী সম্পর্কে জড়িয়ে পড়েন। মানসিক যন্ত্রণায় ডুবতে থাকা আজাদ এক পর্যায়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় এবং সেই উদ্দেশ্যে সুন্দরবনে একটি ট্যুরিস্ট গ্রুপের সঙ্গে যোগ দেয়।

সুন্দরবনে ভ্রমণের সময় শ্যামা নামের এক তরুণীর সঙ্গে পরিচয় হয় তার। ক্রমশ তার জীবনে এক নতুন মোড় আসে এবং সে জড়িয়ে পড়ে এক রহস্যময় অভিশাপের জালে। রহস্য, থ্রিলার ও অতিপ্রাকৃত ঘটনাপ্রবাহ মিলিয়ে দর্শকদের টানটান উত্তেজনায় রাখবে ‘শ্যামাকাব্য’।

কেন্দ্রীয় চরিত্রে সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা অনবদ্য অভিনয় করেছেন। এছাড়া ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম, রিমি করিম, এ কে আজাদ, সেতুসহ আরও বেশ কয়েকজন অভিনেতা ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

পরিচালনার পাশাপাশি সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যও লিখেছেন বদরুল আনাম সৌদ। সংগীত পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার ইমন সাহা, যার আবহসংগীত সিনেমার রহস্য ও রোমাঞ্চকে আরও গভীরতা দিয়েছে।

বঙ্গ কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২০ ফেব্রুয়ারি দুপুর থেকে ‘শ্যামাকাব্য’ ওটিটিতে স্ট্রিমিং শুরু হয়েছে। প্রযোজনা করেছেন সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ। ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ বিডি’।

সিনেমাটি যারা প্রেক্ষাগৃহে দেখতে পারেননি, তাদের জন্য এটি দারুণ এক সুযোগ। রহস্যপ্রেমীদের জন্য ‘শ্যামাকাব্য’ হতে পারে এক অনন্য অভিজ্ঞতা। এখন ঘরে বসেই দর্শকরা উপভোগ করতে পারবেন এক ভিন্নধর্মী বাংলা সিনেমার স্বাদ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW