কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দিনের পরিবর্তে রাতের বেলায় অসাধু বেকু খেকুরা কৃষকের জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে। তারা কাউকে তুয়াক্কা করছে না বলে অভিযোগ উঠেছে। এদিকে এ উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের বিভিন্ন স্পটে স্টীল বডি নৌকা দিয়ে বালু এনে প্রকাশ্যে দিনের বেলায় বালিগুলো আনলোড করছে। কিন্তু প্রশাসন নিরব ভূমিকা থাকায় জনগণের মধ্যে প্রশ্ন বিদ্য হচ্ছে। অন্যদিকে কুলিয়ারচর পৌর সদরে মানিকদী ব্রীজের এ পাশ এবং ও পাশ দিয়ে স্টীল বডি নৌকা দিয়ে বালু আনলোড করার ফলে ব্রীজটি দিন দিন হুমকির সম্মূখীন হচ্ছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। আর কুলিয়ারচর একমাত্র রোডটির মধ্য দিয়ে বালির ট্রাক যাওয়ার ফলে শিশু এবং বৃদ্ধরা ধুলায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। প্রত্যক্ষ দর্শীরা জানায় এ শহরটি একটি বালির শহর হিসাবে পরিগণিত হয়েছে।