বরগুনার কোন এক অজ্ঞাত জায়গা থেকে স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে ‘জয় বাংলা পরিষদ’ ব্যানারে ঈদ সামগ্রী বিতরণ করে উপজেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে। এরপরেই এর বিরুদ্ধে বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা।
শনিবার সন্ধ্যায় ২ মিনিট ৫৯ সেকেন্ডের একটি ভিডিও বরগুনা পৌরসভার সাবেক কাউন্সিলর তৌহিদ মোল্লা নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করে। মুহূর্তেই ভাইরাল হয় সেই ভিডিও।
ওই ভিডিওতে দেখা যায়, বরগুনা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু জাফর, গৌরীচন্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগ নেতা অ্যাডভোকেট তানভির সিদ্দিকী, সাবেক কাউন্সিলর তৌহিদ মোল্লা, জাতীয় শ্রমিক লীগের বরগুনা জেলা শাখার আহ্বায়ক আবদুল হালিম মোল্লা, যুবলীগ নেতা রাজিব, বিকাশ সাহা সহ কয়েকজন নেতা ঈদ সামগ্রী বিতরণ করছেন। সেই ঈদ সামগ্রীতে লেখা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার। ভিডিওটিতে তৌহিদ মোল্লাকে বক্তব্য দিতে দেখা গেছে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পরে শনিবার রাতে জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। মিছিল শেষে বরগুনা প্রেসক্লাব চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ তাদের কার্যক্রম বরগুনায় চালিয়ে যাচ্ছে। তারা জয় বাংলা স্লোগান দিয়ে বরগুনাকে অশান্ত করার চেষ্টা করছে। বিএনপি নেতৃবৃন্দ এই ফ্যাসিস্টদের ভিডিও দেখে দ্রুত গ্রেফতার করার দাবি জানান। রবিবার সকাল ১০ টায় আবারও বিএনপি বিক্ষোভ মিছিল করে।