চার বিসিএস পরীক্ষার কার্যক্রম নিয়ে হিমশিম খাচ্ছে পিএসসি

এফএনএস এক্সক্লুসিভ : | প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৫, ১২:২২ পিএম
চার বিসিএস পরীক্ষার কার্যক্রম নিয়ে হিমশিম খাচ্ছে পিএসসি

চারটি বিসিএস পরীক্ষার কার্যক্রম নিয়ে হিমশিম খাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৪৪ থেকে ৪৭তম বিসিএস পরীক্ষা নিয়ে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। এককথায় পরীক্ষা জটে পড়েছে সাংবিধানিক ওই সংস্থাটি। চার বছরেও ৪৪তম বিসিএসের কার্যক্রম শেষ হয়নি। আর তিন বছর ৪৫তম বিসিএস ও দুই বছর ধরে ৪৬তম বিসিএস আটকে রয়েছে। এমন পরিস্থিতিতে চাকরিপ্রার্থী অধৈর্য্য হয়ে পড়ছেন। বাধ্য হয়ে নানাভাবে ক্ষতিগ্রস্ত চাকরিপ্রার্থীরা কর্মসূচি ঘোষণা করে রাস্তায় নেমেছেন। তারা জটে পড়া প্রতিটি বিসিএসের দিন-তারিখসহ সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে পিএসসি চেয়ারম্যানকে স্মারকলিপি দিয়েছেন। পিএসসি এবং চাকরিপ্রার্থীদের সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, প্রতিবছর পিএসসি সাধারণত নভেম্বরে নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে। গত পাঁচ বিসিএসে এমন বিজ্ঞপ্তি প্রকাশ হলেও বাছাই, লিখিত এবং মৌখিক পরীক্ষা সময়মতো হয়নি। ফলে পরবর্তী পরীক্ষাগুলোয় দীর্ঘসূত্রতায় পড়েছে। তাতে একই প্রার্থীর বারবার পরীক্ষায় অংশ নিচ্ছে। তাতে রাষ্ট্রীয় সম্পদের অপচয় হওয়ার পাশাপাশি নতুনরা চাকরির সুযোগ হারাচ্ছেন। 

সূত্র জানায়, পিএসসিতে বর্তমানে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলছে। ২০২১ সালের ৩০ ডিসেম্বর ওই বিসিএসের আবেদন শুরু হয়। ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন আবেদন করেন। ২০২৩ সালের ২৭ মে প্রিলিমিনারি পরীক্ষা হয়। ২৫ দিনের মধ্যে ফল প্রকাশের মাধ্যমে রেকর্ড করে পিএসসি। উত্তীর্ণ হন ১৫ হাজার ৭০৮ জন। বিজ্ঞপ্তি অনুসারে,৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ কর্মকর্তা নিয়োগ পাবেন। কিন্তু ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা হলেও ফল আটকে আছে। ২০২২ সালের ৩০ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ, ২০২৩ সালের ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফলে ১২ হাজার ৭৮৯ জন উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষা গত বছরের ২৩ জানুয়ারি শুরু হয়ে চলতি বছরের ৩১ জানুয়ারি শেষ হয়। এ বিসিএসে আবেদনকারী ৩ লাখ ৪৬ হাজারের মধ্যে ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন। ১৫ মাস পার হলেও লিখিত পরীক্ষার ফল হয়নি। বিজ্ঞপ্তি অনুসারে ৪৫তম বিসিএসের মাধ্যমে ২ হাজার ৩০৯ কর্মকর্তা নিয়োগ দেয়া হবে। আর নন-ক্যাডারে নেয়া হবে ১ হাজার ২২ জন।

সূত্র আরো জানায়, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রায় এক বছর আগে প্রকাশিত হয়। কিন্তু ওই পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠলেও পিএসসি তা নাকচ করে। গত বছর এপ্রিলে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয় এবং ৯ মে প্রকাশিত ফলে ১০ হাজার ৬৩৮ জন উত্তীর্ণ হন। কিন্তু প্রশ্ন ফাঁসের অভিযোগে ফল বাতিলের আন্দোলন শুরু হলে পিএসসি নতুন করে ফল প্রকাশ করে। তাতে আগের উত্তীর্ণের সঙ্গে ১১ হাজার জন যুক্ত হন। এ বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ৮ মে থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে বিসিএস পরীক্ষার জট নিয়ে চাকরিপ্রার্থীরা হতাশ। কারণ চার বছর ধরে তিনটি বিসিএস পরীক্ষা চলছে। এর আগে বলা হয়েছিলো- পিএসসির সদস্য কম, নতুন সদস্য নিয়োগ পেলে ৪৪তম ভাইভায় গতি পাবে। দ্রুত ফল দেওয়া হবে। কিন্তু বাস্তবতা হলো, সদস্য বাড়ার পর অজানা কারণে মৌখিক পরীক্ষার গতি শ্লথ হয়ে গেছে।

অন্যদিকে এ প্রসঙ্গে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম জানান, সব বিসিএস রোডম্যাপ অনুযায়ী দ্রুত শেষ করার চেষ্টা চলছে। এখন অগ্রাধিকার ৪৪তম। নানা কারণে এটি দেরি হয়ে গেছে। এখন দ্রুত ৪৪তমের মৌখিক পরীক্ষা শেষ করে ফল দেয়া হবে। পাশাপাশি এগিয়ে নেয়া হচ্ছে অন্যান্য বিসিএসের কার্যক্রমও।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW