দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলার আইন শৃংখলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৮ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ ওয়াদুদ, উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক আইন শৃংখলা বিষয়ক আলোচনা ও সিদ্ধান্ত হয়।