সীতাকুণ্ড প্রেস ক্লাবের অভিনন্দন

লায়ন আসলাম চৌধুরী চবি এলামনাই এসোসিয়েশনের আহ্বায়ক মনোনীত

এফএনএস (জহিরুল ইসলাম; সীতাকুণ্ড, চট্টগ্রাম) : | প্রকাশ: ৩ মে, ২০২৫, ১২:২৯ পিএম
লায়ন আসলাম চৌধুরী চবি এলামনাই এসোসিয়েশনের আহ্বায়ক মনোনীত

বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যাপক আসলাম চৌধুরীকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের আহ্বায়ক কমিটির আহ্বায়ক মনোনীত করায় ফ্যাসিবাদমুক্ত সীতাকুণ্ড প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে । শুক্রবার (২ মে) রাতে প্রেস ক্লাবের পক্ষ থেকে আহবায়ক জহিরুল ইসলাম, সদস্য সচিব সুলাইমান মেহেদী হাসান ও যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম বিএসসি এক লিখিত বক্তব্যে এই অভিনন্দন জানান।

উল্লেখ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। সংগঠনের গঠনতন্ত্র মেনে সদস্যদের মতামতের ভিত্তিতে এ আহবায়ক কমিটি গঠন করা হয়।

শুক্রবার (২ মে) বিকালে নগরীর একটি কনভেনশন সেন্টারে এম এ হালিমের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান হারুণের সঞ্চালনায় অনুষ্ঠিত সংগঠনের বিশেষ সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিতে বিএনপি’র সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক আসলাম চৌধুরী এফসিএ'কে আহবায়ক মনোনীত করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, একরামুল করিম, মাহবুবের রহমান শামীম, এমএ হালিম এবং কামরুল হাসান হারুন।

সংগঠনের গঠনতন্ত্রের ধারা মোতাবেক, কোন কারণে কার্যনির্বাহী কমিটির কাজে অচলাবস্থা সৃষ্টি হলে, সংখ্যাধিক কর্মকর্তার পদ শুন্য হলে বা যুক্তিযুক্ত কারণে সাধারণ পরিষদের সভায় বা সাধারণ বিশেষ সভার সিদ্ধান্ত মোতাবেক অনধিক ৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠনের যে এখতিয়ার রয়েছে তারই আলোকে এ কমিটি গঠন করা হয়েছে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। এডহক কমিটি সংস্থার যাবতীয় দায় দয়িত্ব বুঝে নিয়ে পরবর্তী ৯০ (নব্বই) দিনের মধ্যে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে নতুন কার্যনির্বাহী কমিটি গঠনপূর্বক দায়িত্বভার হস্তান্তর করার বিধান অনুসৃত হবে বলে জানানো হয়। নবগঠিত কমিটির আহবায়ক অধ্যাপক আসলাম চৌধুরী বলেন, দলমত নির্বিশেষে বিশ্ববিদ্যালয় সকলের। সংগঠনের গঠনতন্ত্র মেনে এটা পরিচালিত হবে। এখানে কারো ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার প্রতিফলনের সুযোগ নেই। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই সংগঠন পরিচালতি হবে।

আপনার জেলার সংবাদ পড়তে