গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার বিভিন্ন প্রতিষ্ঠানে আবর্জনা ফেলার প্যাডেলবিন বিতরণ করেছেন পৌর প্রশাসক ও উপজেলা নিবার্হী অফিসার মো. নাজির হোসেন। গত মঙ্গলবার দিনব্যাপী পৌরসভা কর্তৃক আইইউজিআইপি এর সরববরাহকৃত সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি ডিগ্রী কলেজ, সুন্দরগঞ্জ থানা, সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সুন্দরগঞ্জ আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সবুজ শিক্ষালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে পৌর প্রশাসক ও উপজেলা নিবার্হী অফিসার নিজে উপস্থিত থেকে এসব প্যাডেলবিন বিতরণ করেন। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এতে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল হাকিম আজাদ, প্রধান শিক্ষক মো. মোস্তাফিজার রহমান, উপজেলা জামায়াতের আমির মো. শহিদুল ইসলাম, পৌর আমির মো. একরামুল হক, পৌর কর্মচারী মোখলেছার রহমান প্রমুখ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ১ হাজার ৬০০টি প্যাডেলবিন পর্যায়ক্রমে বিতরণ করা হয়।