রংপুরে মহানগর ছাত্র শিবিরের নেতাদের মতবিনিময়

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : : | প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৪, ০৭:০৪ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
রংপুরে মহানগর ছাত্র শিবিরের নেতাদের মতবিনিময়

জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর শাখার প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) নগরীর শাপলায় ছাত্রশিবিরের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখা ও জাতীয় ঐক্যকে সুসংহত করার লক্ষ্যে এই মতবিনিময় সভায় নেতৃবৃন্দ রংপুরের যেকোন সংকট মোকাবেলায় এবং জাতীয় স্বার্থে ঐক্যমত চলমান থাকবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন। দেশের চলমান পরিস্থিতি নিয়ে ছাত্রনেতারা উদ্বিগ্ন বলে মতবিনিময় সভায় তা উঠে আসে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রংপুর মহানগর ছাত্র শিবির সভাপতি গোলাম জাকারিয়া, সাধারণ সম্পাদক নুরুল হুদা,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা আহ্বায়ক ইমরান আহমেদ, সদস্য সচিব ডা. জামিল, মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি, সদস্য সচিব রহমত আলী,মূখপাত্র নাহিদ হাসান খন্দকার, যুগ্ম আহ্বায়ক ডা. রাশিদ সাবাব নাসিফ প্রমুখ। সভায় আলোচকরা বলেন, ফ্যাসিবাদের পুনরুজ্জীবন আটকাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ষড়যন্ত্রকারীদের কোনো ষড়যন্ত্র করার সুযোগ দেওয়া যাবে না। এজন্য জাতীয় ঐক্যের কোন বিকল্প নাই।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে