বড়াল নদ রক্ষার দাবিতে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তারের মাধ্যমে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণাললের উপদেষ্টাকে বাপা’র উপজেলা শাখার পক্ষে এই স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বাপা’র বাঘা উপজেলা শাখার সভাপতি প্রফেসর ড. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক প্রভাষক হামিদুল ইসলাম, সহ-সভাপতি বেনজির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মাসুদ, রানু আক্তারী ও মর্জিনা বেগম, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, বড়াল নদটি পদ্মা, যমুনা ও চলনবিলের গুরুত্বপূর্ণ সংযোগস্থল। এটি দেশের জীববৈচিত্র্য, কৃষি, পানি সরবরাহ ও জলজ প্রাণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে নদটি দখল, ভরাট ও দূষণের শিকার হয়েছে। উৎসমুখে নির্মিত চারঘাট ও আটঘড়ি সুইচগেটসহ বিভিন্ন স্থাপনা পানি প্রবাহ ব্যাহত করছে। নদেরপাড় দখল করে বাড়িঘর, অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে। বড়াল নদেরর সীমানা চিহ্নিত করে অবৈধ দখলদার উচ্ছেদ, সুইচগেট অপসারণ করে পূর্ণাঙ্গপ্রস্থ সেতু নির্মাণ, নিয়মিত খনন ও দূষণকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা এবং নদটি পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপের দাবি করা হয়েছে।