বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নাটোরের লালপুর উপজেলায় ছাত্রদলের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
দলীয় সূত্র জানায়, রবিবার (২২ জুন) দিনব্যাপী লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজ চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় তাঁরা লালপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসানের হাতে একটি নিম গাছের চারা তুলে দেন।
ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় (বিএম সংযোজিত), মঞ্জিল পুকুর কৃষি কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়, মাজার শরীফ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট উইমেন্স কলেজ, এবং কলসনগর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ চত্বরে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণকালে প্রতিষ্ঠানগুলোর প্রধানসহ শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।