কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আয়োজনে বাংলাদেশে গ্রাম আদালত কার্যক্রম অধিকতর কার্যকর করার লক্ষ্যে জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। সভায় কমিটির সদস্যবৃন্দ পুলিশ সুপারের প্রতিনিধি, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, গ্রাম আদালত প্রকল্প কর্মকতাবৃন্দ, সাংবাদিক উপস্থিত ছিলেন। জেলা জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কর্মপরিধি সম্পর্কে আলোচনা করা হয়।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প, ইপসা, কিশোরগঞ্জ জেলার প্রকল্প কর্মকর্তাগণ প্রকল্পের সংক্ষিপ্ত পরিচিতি ও প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য এবং মার্চ ২০২৫ থেকে মে ২০২৫ পর্যন্ত মামলার তথ্য, ইউনিয়ন পরিষদের বর্তমান পরিস্থিতি ও চ্যালেঞ্জ সমূহ সম্পর্কে প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন।
আগামী ৩ মাসের জন্য একটি কর্ম পরিকল্পনা করা হয়। উক্ত পরিকল্পনা বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা এবং গ্রাম আদালত প্রকল্প কর্মীদের কাজ করার পরিবেশ তৈরি করার বিষয়ে বিশদ আলোচনা হয়।