মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশের বিশেষ অভিযানে গরু চুরির অভিযোগে শিশু নির্যাতন মামলারদুই আসামিসহ ৬ জন'কে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে মুন্সীগঞ্জ বিচারিক আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন,গরু চুরির অপবাদে ৮ বছর বয়সী এক শিশুকে গাছে বেঁধে নির্যাতনের মামলায় উপজেলার হোসেন্দী ইউনিয়নের চর বলাকী গ্রামের মোজাম্মেল ভূঁইয়া (৩৪) ও সুমন মিয়া (২৬)। অপরদিকে ছিনতাইয়ের অভিযোগে ইমামপুর ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের রাইসুল,ইমামপুর গ্রামের হাবিবুর রহমান একই গ্রামের লিয়ন ও শুভ। বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান।