বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- সাম্প্রদায়িক সম্প্রীতি বিএনপির রাজনৈতিক ঐতিহ্য। দেশনায়ক তারেক রহমান বলেছেন আওয়ামীলীগের কোনো পাতানো ফাঁদে পা দেয়া যাবে না। পালিয়ে যাওয়া শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছেন। আওয়ামীলীগ বাংলাদেশে সকল ধর্মের সম্প্রতি নষ্ট করতে চায়। আওয়ামীলীগের এই যড়যন্ত্র বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন হতে দেয়া হবে না, এটা তারেক রহমানের নির্দেশ। তিনি গতকাল মঙ্গলবার বিকালে ভারতের আগরতলা সহ বাংলাদেশের উপ হাইকমিশন সমুহে হামলার প্রতিবাদে মাধবপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন। সমাবেশে জি কে গউছ আরও বলেন- গত ১৫ বছর আওয়ামীলীগ ক্ষমতায় থেকে দেশের ইতিহাস বিকৃত করার চেষ্টা করেছে। এই আওয়ামীলীগ মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানকে খাটো করার করার চেষ্টা করেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির অবদানকে খাটো করার চেষ্টা করেছে। যার পরিণতি ৫ আগষ্ট। উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনির পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এডভোকে আমিনুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, এম ইসলাম তরফদার তনু ও হাজী এনামুল হক। সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি হাজী গোলাপ খান, হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম, মাধবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল ইসলাম মতিন, চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ, এডভোকেট আফজাল হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ, বিএনপি নেতা মাহবুবুর রহমান সোহাগ, অলিউল্লাহ, হাজী ফিরোজ মিয়া, মাসুকুর রহমান, আবুল বাশার, লুৎফুর রহমান খান, বাবুল হোসেন, হাবিবুর রহমান মানিক, শহীদ মিয়া, আনোয়ার আলী, সেলিম মিয়া, মিসির আলি, ফজলুর রহমান, আবেদুর রহমান, যুবদল নেতা মশিউর রহমান, সাদিকুর রহমান, জনি পাঠান, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, শফিক মিয়া, রুবেল মিয়া, রনি আহমেদ, ফরিদপুর রহমান, আলমগীর কবি, রাসেল আহমেদ, মোখলেসুর রহমান সোহেল প্রমুখ।