লাকসাম-মনোহরগঞ্জের কৃতি সন্তান গোলাম মহিউদ্দিন ফারুক স্বপন (জিএম ফারুক স্বপন) ফরেন এডমিশন এন্ড ক্যারিয়ার ডেভেলপম্যান্ট এসোসিয়শন অব বাংলাদেশ (ফ্যাডক্যাবের) বিপুল ভোটে সর্বোচ্চ ভোট পেয়ে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। শনিবার দিনভর ঢাকার অভিজাত হোটেল ইন্টারন্যাশনাল শেরাটনে অনুষ্ঠিত হয় নির্বাচন। নির্বাচনে লাকসাম-মনোহরগঞ্জের কৃতি সন্তান গোলাম মহিউদ্দিন ফারুক স্বপন (জিএম ফারুক স্বপন) ফ্যাডক্যাবের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি মনোহরগঞ্জ উপজেলার ঝলম উত্তর ইউনিয়নের গোবিন্দপুর মোল্লা বাড়ির মরহুম আলহাজ্ব আবদুল মালেক বিএসসির ছেলে । তিনি কুমিল্লা হাই স্কুল হতে এসএসসি , কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ হতে এইচএসসি , চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বিষয়ে অনার্স ও এমএসসি এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি হতে এমবিএ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় হতে এলএলবি পাশ করেন । ব্যাবসায়িক প্রতিষ্ঠান এফসিলন ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী লাকসাম-মনোহরগঞ্জের কৃতি সন্তান গোলাম মহিউদ্দিন ফারুক স্বপন (জিএম ফারুক স্বপন) ফরেন এডমিশন এন্ড ক্যারিয়ার ডেভেলপম্যান্ট এসোসিয়শন অব বাংলাদেশ (ফ্যাডক্যাব) বিপুল ভোটে সর্বোচ্চ ভোট পেয়ে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১৯১ । ফ্যাডক্যাবের ২৭৭ ভোট হতে ১৯১ ভোট পেয়ে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-০৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী এবং মনোনয়ন চাইবেন বলে তিনি জানান।