উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্নার মাগফিরাত ও আহতসহ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ্যতা কামনায় গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড চৌড়া আগুনিয়া বাড়ী যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে পবিত্র কোরআন খানি, আলোচনা সভা, পবিত্র মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগষ্ট) বিকালে কালীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড চৌড়া আগুনিয়া বাড়ী যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো. মোবারক হোসেন মৃধার সহযোগীতায় সংস্থার প্রধান উপদেষ্টা মো. আখতারুজ্জামান খান আতিক এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফর রহমান। সংস্থার উপদেষ্টা মো. পনির খন্দকার এর সঞ্চালনায় বিশেষ অতিথি পৌর বিএনপির আহবায়ক সদস্য রুহুল আমিন মোল্লা, কালীগঞ্জ উপজেলা জাসাসের সদস্য সচিব শাহাদাৎ হোসেন মিঠু, কালীগঞ্জ পৌর জাসাসের আহবায়ক আকতার হোসেন আকন্দ। সংস্থার সাধারণ সম্পাদক মো. আবু হারিস এর তত্বাবধানে সভায় অন্যান্যের মাঝে জেলা জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক দুখু মিয়া, উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক মো. বাদল ফকির, প্রচার সম্পাদক মো. রমজান আলী, জাসাস নেতা মো. আলআমিন, মো. মোবারক হোসেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মিলটন, ওয়ার্ড যুবদলের সভাপতি মো. ইসমাইল হোসেন, সাংগঠনিক মো. আব্দুস সাত্তার সহ স্থাণীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তাগণ বলেন, যুব সমাজ দেশের প্রাণ। এই শিশুদের হাসিমুখই যেন হারিয়ে যাওয়া প্রাণগুলোর আত্মার প্রশান্তি হয়ে উঠুক। খালেদা জিয়ার সুস্থতা হোক নতুন সকাল। আমাদের আজকের কান্না যেন আগামীকাল ভালোবাসা হয়ে ফিরে আসে বলে উল্লেখ করেন সংশ্লিষ্ঠরা। এই মিলাদ মাহফিল শুধু একটি আয়োজনে সীমাবদ্ধ নয়, এটি হয়ে থাকবে ভালোবাসা, দুঃখ, প্রার্থনা ও মানবতার এক চিরস্মরণীয় দলিল। এ সংস্থা আগামী দিন দেশের সার্বিক উন্নয়নে বলিষ্ট ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করেন। এ সময় বক্তাগণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি একেএম ফজলুল মিলনকে বিপুল ভোটে এমপি বানানোর লক্ষ্যে কাজ করার আহবান জানান। পরিশেষে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্নার মাগফিরাত ও আহতসহ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ্যতা কামনায় পবিত্র মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।